Free Features
oidCard-এ রয়েছে অনেক ধরনের free features, যার মাধ্যমে আপনি কোন extra cost ছাড়াই খুব সহজেই নিজের free website, customize এবং manage করতে পারবেন ।
এখন যেহেতু আমরা free features-এর কথা বলছি, চলুন দেখি এই সব free feature কি কি রয়েছে, যাতে আপনি একটি স্পষ্ট ধারনা পেতে পারেন ।
1. 35+ Portfolio Demo

সাধারনত portfolio Demo বলতে আপনার website-এর design কে বুঝায় । অনেকে এটাকে Template বা Themeও বলে থাকে । এই free feature-এর কিছু সুবিধা রয়েছে । যেমন:
- আপনি এক click-এই আপনার website design change করতে পারবেন
- ৩-৫ দিন পর পর change করুন যাতে মানুষ ভাববে এক সময় একটা website design দেখলাম, আরেক সময়ে আরেকটা
- আপনার Profession অনুযায়ী demo গুলো দেওয়া আছে, যেগুলো সহজে change করতে পারবেন। (যেমন: Real estate, Photographer, influencer, Doctor, Shopkeeper etc.)
- আপনাকে কোন website designer hire করতে হবে না ।
- আপনার website design skill না থাকলেও কোন Problem নেই ।
2. Cover Photo

সাধারনত একজন ব্যক্তি যখন আপনার website-এ ঢুকে সবার প্রথমে যেটি দেখতে পায় সেটি হল cover photo । এই cover photo আপনি নিজেই ৫ second-এ যখন ই্চছা তখন change করতে পারবেন ।
Cover photo-এর কিছু best practice হল:
- আপনি যে profession-এ আছেন সেটির cover photo design করে set করুন
- বা Internet থেকে Download করে যেটি দেখতে attractive সেটি set করুন
- আপনার Office-এর View টাও set করতে পারেন
3. Profile Picture

আপনাকে অথবা আপনার brand-কে একমাত্র অন্যতম চেনার উপায় হল profile picture । এই profile picture আপনি নিজেই ৫ second-এ যখন ই্চছা তখন change করতে পারবেন ।
profile picture-এর কিছু best practice হল:
- আপনার নিজের professional profile picture দেওয়া
- অথবা influencer/model হলে সেই ধরনের profile picture দেওয়া
- আপনি কোন business হলে আপনার প্রতিষ্ঠানের logo ব্যবহার করা
4. Profile Name

আপনার profile-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার নাম । এই নামের মাধ্যমে আপনাকে সকলে identify করতে পারবে যে আপনি কে? আপনি নিজেই আপনার First Name এবং Last Name যখন ই্চছা তখন change করতে পারবেন ।
Name-এর কিছু best practice হল:
- আপনার full নাম set করুন (First Name এবং Last Name)
- আপনি যে নামে নিজেকে বিশ্বে উপস্থাপন করতে চান সে নাম use করুন
- Brand বা Business হলে ব্যবসায়ের নাম set করুন
5. Designation

সাধারনত আপনার profession কি বা আপনি কি করেন সেটি মানুষ আপনার Designation দেখলেই বুঝতে পারবে । যেমন: doctor, dentist, gym trainer, event manager ইত্যাদি । আপনি হয়ত multiple কাজ করতে পারেন সে অনুযায়ী আপনার designation সাজাতে পারবেন বা যখন ই্চছা তখন change করতে পারবেন ।
Designation-এর best practice হল:
- সাধারনত একটি designation add করার চেষ্টা করুন যেটি আপনার আসল পরিচয়
6. Description

আপনি কি কি করেন তার বিস্তারিত এই description section-এ লিখতে পারবেন । সাধারনত আপনার ব্যাপারে অথবা আপনার Brand-এর সম্বন্ধে এখানে লিখুন যাতে আপনার website visitor আপনার সম্পর্কে সকল কিছু জানতে পারে ।
Description-এর কিছু best practice হল:
- বেশি text দিয়েন না যাতে দেখতে খারাপ লাগে
- Short information প্রদান করুন যেটা না জানালে নয়
- “For any kind of invitation/collaboration/question DM me on oidcard” এই text দিতে পারেন যাতে এখনকার unprofessional trends instagram-এ যেটা চলে সেটা professional হয়ে উঠে এবং বড় company বা business যোগাযোগের জন্য direct mail use করে সেটা professionally আপনি oidcard দিয়ে করতে পারেন ।
7. Social Media

আপনার বা আপনার প্রতিষ্ঠানের অনেক রকমের social media থাকতে পারে । যেমন: Facebook, Instagram, Youtube, Tiktok, Linkedin, X/twitter, What’s app, Snapchat ইত্যাদি ।
আপনার ১০০+ social media হক না কেন আপনি সকল কিছু এখানে add করতে পারবেন । আপনি custom social media ও add করতে পারবেন অর্থাৎ আপনার কোন অপরিচিত social media-এর logo এবং link দিয়ে add করতে পারবেন ।
সাধারনত এক একটা social media-এর link এক এক রকম থাকে । সে ঝামেলা দূর করতে পারবেন, just আপনার website visitor-কে আপনার oidCard link দিবেন তাদের দশ জায়গায় গিয়ে আপনাকে বা আপনার business-কে খুজতে হবে না ।
Social Media-এর কিছু best practice হল:
- আপনার যেগুলো social media নেই সেগুলোও খুলে ফেলুন
- কিভাবে new social media account খুলতে বা সাজাতে হবে সেটি Youtube-এ দেখে শিখে ফেলুন
- হয়ত আপনি যুগ থেকে একটু পিছিয়ে আছেন কিন্তু এগুলো করার ফলে আপনি আপনার competitor-দের থেকে ১০ গুন এগিয়ে থাকবেন ।
- ফলে সহজে আপনার যেই goal আছে (টাকা বা Fame) অর্জন, আগের চেয়ে বহু গুন বাড়াতে পারবেন ।
8. Website

আপনার যদি আগে থেকে কোন website থাকে তখন সেটাও এখানে add করতে পারবেন । এখন আপনার question থাকতে পারে oidCard নিজেই একটি website এবং আমার যদি আগের website থাকে তাহলে আমি কেন এটা নিব বা আগের website add করব?
আপনি website-এর কিছু best practice দেখলে নিজেই বুঝতে পারবেন:
- আপনার যদি ৫ জন employee থাকে এবং তারা ৫ জনই নিজের personal website হিসেবে oidcard use করে ও central website হিসেবে company-এর website add করে । তাহলে প্রচার করবে তারা নিজের website আর প্রত্যেক জন ১০০ visitor এবং ৫ টা customer আনলে central website-এ ৫০০টি visitor এবং ২৫টি customer পাওয়া যাবে
- তাছাড়া oidCard website-এ analytics-এর মাধ্যমে আপনি সহজে দেখতে পারবেন কয়জন লোক oidcard-এ কোন দেশ থেকে ঢুকতেছে ।
- আবার আপনার আগের website-থাকলে, সেটা বাদ না দিয়ে একটার marketing-করে double benefit পেতে পারেন
- অনেক সময় অন্যান্য website customer-এর জন্য একটু ঝামেলা মনে হতে পারে । কিন্তু oidCard অনেক simple একজন বাচ্চাও বুঝতে পারবে । তাই পুরান website add করে oidcard প্রচার আপনার জন্য ভালো হবে । কারণ আমাদের guide বা blog পড়েও তারা কিভাবে কি করতে হবে তা অল্প সময়ে বুঝতে পারবে ।