< All Topics
Print

2. Create Free Website

আপনি যদি oidCard.com-এ নতুন হয়ে থাকেন তাহলে oidCard কি এবং কিভাবে sign up করতে হয়, আমাদের previous document থেকে দেখে আসতে পারেন ।

এই Doc-এ আমরা আলোচনা করব কিভাবে আপনি oidCard-এ free website বানাতে পারবেন ।

তাহলে শুরু করা যাক,

কীভাবে oidCard-এ Free Website তৈরি করব?

কীভাবে oidCard-এ free website বানাবেন, নিচে step by step আলোচনা করা হলো:

✅ Step 1: নিজের Account Login করুন

  • সবার প্রথমে oidCard.com -এ যান
3. Sign in oidCard
  • তারপর sign in-এ click করুন
Sing in oidCrad
  • আপনি যেই Email Password দিয়ে sign up করেছিলেন, সেগুলো দিয়ে login করুন।
  • তারপর “Login” বাটনে ক্লিক করুন।
    (“Remember me” সিলেক্ট করলে আপনাকে বারবার লগইন করতে হবে না।)

✅ Step 2: Website Create করুন

  • 3 dot-এ click করে, dashboard লেখার নিচে oidCards দেখতে পারবেন সেটি click করুন
  • তারপর Add new oidCard-এ click করুন।

✅ Step 3: Details Fill Up করুন

  • Website Link: আপনার নাম বা আপনার প্রতিষ্ঠানের নাম এখানে কোন space ছাড়া ছোট হাতে লেখুন (যেমন: raizufashion) । এখানে যা লেখবেন আপনার website link তা হবে (যেমন: আপনি যদি kacchibhai লেখেন তাহলে আপনার website হবে 🔗 oidcard.com/kacchibhai)
  • oidCard Name: এখানে আপনার বা আপনার ব্যবসায়ের নাম লেখতে পারেন।
  • Occupasion: আপনি একজন ব্যক্তি হলে আপনি যা করেন এবং আপনি যদি প্রতিষ্ঠান হয়ে থাকেন আপনার প্রতিষ্ঠান কোন category-এর মধ্যে পড়ে তা এখানে লেখুন ।
  • Description: এখানে আপনি দিতে পারেন DM on oidCard for any kind of question, invitation or collaboration অথবা আপনি বা আপনার company কি কি করে সেটার details । (অন্যের বুঝার সুবিধার্তে simple রাখার চেষ্টা করুন)
  • Profile Image: নিজের profile picture বা logo upload করুন।
  • Cover Image: নিজের cover photo upload করুন।
  • Cover Type: Cover picture টি image হবে না কি video সেটি select করুন। Video হলে Youtube Link দিতে পারেন।
  • Favicon Image: Favicon image-এ নিজের logo দিতে পারেন । এটি সাধারণত computer-এ tab open করলে ছোট করে বাম পাশে সবার উপরে icon দেখায় সেটি । (যেমন: Facebook-এ গেলে এক কনাতে Facebook icon দেখায়)
  • Save: তারপর save button-এ click করুন।

    Note:
    অনেক সময় আপনার Profile এবং Cover picture-এর MB size অনেক বেশি হতে পারে, তখন অন্য image বা image crop করে বা google-এ অনেক image compressor software পাবেন যেটি MB size কমাতে help করে সেটির সাহায্য নিতে পারেন । Favicon image অনেক ছোট দিতে হয় 150*150 Pixel বা এটি optional না দিলেও চলে ।

Congratulation! আপনি আপনার free website ৫ মিনিটে সফলভাবে তৈরি করতে পেরেছেন ।

  • এখন আপনার website online-এ দেখতে পারবেন oidcard.com/raizufashion বা যে website link আপনি দিয়েছিলেন সেটি google chorme বা অন্যান্য browser-এর মাধ্যমে।

 এরপরের কাজ:

আপনি website দেখতে পেলেও এটি প্রথমে বিশ্রি দেখাবে । তাই আপনাকে আরো personal details add করতে হবে এবং আমাদের 37+ protfolio demos বা website design আছে সেটি add করতে হবে এবং এগুলোর পূর্বে আপনাকে Manage section set করতে হবে ।

Don’t worry আপনি অল্প সময়ে এই ৩টি কাজ করতে পারবেন, Next section-এ আমরা সেটি নিয়ে আলোচনা করব।

আরো জানতে চাইলে Click করুন:

Table of Contents
Scroll to Top