< All Topics
Print

1. Free Sign Up

Free Sign Up - oidcard.com

সাধারণভাবে oidCard-এ আপনি free sign up করে একদম free-তে একটি website বানাতে পারবেন — যার জন্য আপনাকে এক টাকাও খরচ করতে হবে না।

কীভাবে oidCard-এ Free Sign Up করব?

কীভাবে oidCard-এ sign up করবেন, নিচে step by step আলোচনা করা হলো:

✅ Step 1: Availability Check করুন

oidCard Sign Up
  • প্রথমে oidCard.com এ যান।
  • তারপর type করুন আপনার নাম বা ব্যবসায়ের নাম
  • Available Button-এ click করুন

উদাহরণস্বরূপ: মনে করুন, আপনার ব্যবসায়ের নাম Raizu Fashion তাহলে আপনি type করবেন (raizufashion একসাথে) যাতে আপনি বুঝতে পারবেন এটা available আছে কিনা বা অন্য কেউ use করছে কিনা ।

আরেকটা উদাহরণ দেওয়া যাক আপনি kacchibhai type করে available নাও পেতে পারেন কারন সেটি অন্য কেউ use করছে ।

oidCard Sign Up
  • তারপর Sign in-এ Click করুন
oidCard Sign Up
  • তারপর Create an Account-এ Click করুন

✅ Step 2: Form Fill up করুন

তারপর আপনি নিচের মতো একটি ফর্ম দেখতে পাবেন।

oidCard Sign Up
  • প্রথমে আপনার First Name এবং Last Name দিন।
    উদাহরণ: Raizu Fashion
  • তারপর আপনার ইমেইল অ্যাড্রেস লিখুন।
    উদাহরণ: raizufashion@gmail.com
  • এরপর আপনার মোবাইল নাম্বার দিন এবং দেখুন +880 যোগ হয়েছে কি না।
  • তারপর আপনার Password দুইবার লিখুন (দুটোই এক রকম হতে হবে)।
    পাসওয়ার্ড কোথাও লিখে রাখুন, না হলে ভুলে যেতে পারেন।
  • Terms & Conditions এবং Privacy Policy-এ একটি টিক চিহ্ন দিন
  • এবং আপনি Robot নাকি Human এটি যাচাইয়ের জন্য Recaptcha দিন
    (এখানে Trffic light লেখা থাকলে সব traffic light-এর ছবিতে click করতে হবে)
  • তারপর Register Button-এ click করুন
Verify Mail - oidCard Sign Up
  • তারপর আপনার gmail-এ একটি confirmation link যাবে সেটি click করুন

Congratulation! আপনার registration complete হয়েছে ।

✅ Step 3: Account Login করুন

oidCard Sign Up
  • এবার আবার oidCard.com-এ যান এবং “Sign In”-এ ক্লিক করুন।
oidCard Sign Up

আপনি যেই ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করেছিলেন, সেগুলো দিয়ে লগইন করুন।

  • তারপর “Login” বাটনে ক্লিক করুন।
    (“Remember me” সিলেক্ট করলে আপনাকে বারবার লগইন করতে হবে না।)

Congratulation! আপনি এখন সফলভাবে আপনার নিজের account-এ প্রবেশ করেছেন।

  • আপনি চাইলে moon icon-এ click করে dark mode-এ আপনার profile চালাতে পারবেন ।

✅ Step 4: Free Package Select করুন

  • ডাম পাশে দেখুন “Unlimited” অপশন আছে, সেটিতে click করুন ।
  • একটু নিচে গেলেই আপনি দেখতে পাবেন একটি বাটন:
    “Choose Plan” —এ Click করুন।

Congratulation! আপনি এখন free package-এ আছেন, এবং এটি আজীবন free থাকবে — আপনাকে কখনও এক টাকাও দিতে হবে না।

  • ২৪ ঘন্টার মধ্যে আপনার account approve হয়ে যাবে, আরো দ্রুত চাইলে live chat -এ কথা বলুন সাথে সাথেও আমরা আপনার account activate করে দিতে পারি ।

📌 এরপরের কাজ:

এখন আপনার পরের ধাপ হল কীভাবে oidCard-এ Free Website বানাবেন — সেটি আমরা অন্য একটি গাইডে বিস্তারিত দেখিয়ে দেব।

আরো জানতে চাইলে Click করুন:

Table of Contents
Scroll to Top